Tuesday, October 23, 2018

নেটওয়ার্ক পেন টেস্ট এখন বাংলায় - আসুন শিখি পেন টেস্ট A-z পর্ব -১ - Network Security

আশা করি সবাই ভাল আসেন। আমার পেন টেস্ট কোর্সে সবাইকে স্বাগতম।
এই কোর্স একটি Ethical হ্যাকিং কোর্স। আমি আপনাদের শিখাব কিভাবে পেনটেস্ট  এর মাধ্যমে
কম্পিউটার, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশান এর দুর্বলতা খুঁজে বের করতে পারেন।
পেন টেস্ট এর মধ্যমে আপনি কম্পিউটারের দুর্বলা ব্লাক হাট হ্যাকারের আগে বের করে তা  Authority কাছে আগে রিপোর্ট
করতে পারবেন।
চলুন সবার আগে নেই পেন টেস্ট কি?
-পেন টেস্ট একটি চর্চা যার মাধ্যমে আপনি একটি কম্পিউটার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশান এর দুর্বলতা বের করা যায় । সেই সব দুর্বলতা সাধারানত  ব্লাক হ্যাট হ্যাকার খুঁজে বের করে এবং এক্সপ্লইট করে থাকে।
আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার এর আগে ফ্ল বের করে তা ফিক্স করব।
সাধারনত ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এই হ্যাকিং গুলো করে  থাকে।

আমি এই কোর্সে আপনাদের পেন টেস্ট সেখাব। এই কোর্স গ্রহন করার মাধ্যমে আপনি একজন প্রোফেসনাল পেন টেস্টার
এবং Ethical hacker হবেন।
আমি এই কোর্স যথা সম্ভব সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরব।
সবার প্রথমে আমাদের যানতে হবে কি টুলস অ্যান্ড সফটওয়্যার ব্যবহার করব।
আমাদের প্রথম ও প্রধান টুল হল কালী লিনাক্স। এটি একটি লিনাক্স Based  অপারেটিং সিস্টেম।
এই অপারেটিং সিস্টেম এ প্রয়োজনীয় সমস্ত হ্যাকিং টুলস আছে। প্রি ইন্সটল হ্যাকিং সফটওয়্যার অ্যান্ড টুলস।
সকল প্রকার হ্যাকিং রিলেটেড টুলস যা আমাদের জীবন কে সহজ করে দিবে।
লিনাক্স ফ্লেক্সিফবাল একটি অপারেটিং সিস্টেম। ভাইরাস আর ট্রোজান অনেক কম Windows এর থেকে।
কালী লিনাক্স এ অসংখ্য প্রয়োজনীয় Security  সফটওয়্যার ইন্সটল করা আছে।
আমরা পেন টেস্ট আর Ethical  হ্যাকার এর সব টেকনিক শিখব এই কোর্সের মাধ্যমে।
একজন হ্যাকার অথবা পেন  testerএর প্রথম ও  আইডিয়াল টুলস হল লিনাক্স অপারেটিং সিস্টেম।
কারন লিনাক্স ওপেন সোর্স, পোর্টেবল এবং হ্যান্ডি, ফাস্ট, সিকিউর। ব্যবহার করাও সহজ।
সহজই আমরা সোর্স কোড রিভিএ করতে পারি এবং এটি ব্যাকডর ফ্রী। অন্যান্য অপারেটিং যেমন উইন্ডোজ এ প্রি ব্যাকডর।
যা User এর activity গুলো মনিটর করে চলছে। কীবোর্ড এর লগস, মেসেজ, ইমেইল, ফাইল  আরও অনেক কিছু।
আমরা যেই লিনাক্স বেছে নিয়েছি তার নাম কালী লিনাক্স। এই লিনাক্স অপারেটিং এ রয়েছে সব প্রকার প্রয়জনিও হাচকিং টুলস।
আমরা শিখব কিভাবে সারভার, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশান পেন টেস্ট করা যায়।
একটি কম্পানির সারভার, ওয়েব অ্যাপ্লিকেশান, সফটওয়্যার দুর্বলতা পেন টেস্ট এর মাধ্যমে বেস করে তা অথোরিটি এর কাছে রিপোর্ট দিব।
আপনি আপনার ক্যারিয়ার একজন Penetration tester and Ethical hacker গরে তুলতে পারেন।
প্রত্যেকদিন অসংখ্য ওয়েবসাইট, সারভার, কম্পানি, ব্যাংক, নেটওয়ার্ক হ্যাক হচ্ছে।
একজন Pen tester ও Ethical hacker পেন টেস্ট এর মাধ্যমে হ্যাকিং ৮০% তে কমিয়ে আনতে পারে।
এই মুহুরতে আমাদের এত বিস্তারিত না জানলেও হবে।

Ex: Exploitation tools, Social engineer tools, Password cracking tool, Wifi Cracking tool, server hacking tool (Metasploit) and so on and so on.

আপাদের সামনে আমি তুলে ধরবো  লিনাক্স এর  বেসিক কম্যান্ড গুলো।
তারপর আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দিব। লিনাক্স ব্যাস স্ক্রিপ্টিং এবং আরও অনেক কিছু।
আজকের টিউটোরিয়াল এ আমরা কিভাবে কালী লিনাক্স ডাউনলোড ও ইন্সটল করা যায় তা শিখব।
চলুন ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আমরা দেখে নেই কিভাবে কালী লিনাক্স ইন্সটল করতে হয়।

১। আমরা VMware Workstation, VMware tools ব্যবহার করব। আপনি গুগল এ সার্চ দিয়ে  Download করতে পারেন।

filehippo
Search for the license key online

2. Video -

Penetration Testing in Bangla | Network Security (Part -1)

আগামি পর্বে আমারা লিনাক্স এর কম্যান্ড গুলো সম্পর্কে ধারণা নিব। (পর্ব ২ - ৩ - ৪) এবং আমরা শিখবো কীভাবে আমরা আমাদেড় পেন টেস্ট ল্যাব তৈরি করব।
আমি নেটওয়ার্ক পেন টেস্ট এ কোর্স করাব। নেটওয়ার্ক অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশান উভয়েই।
বিস্তারিত যানতে আমার ওয়েব সাইট ভিসিট করুন এবং ফেসবুক এর ফ্যান পেজ এ একটিভ  থাকুন।

স্কাইপ এ যোগাযোগ করুন।
Contact- Skype: live:pentestbangla
সবাইকে ধন্যবাদ।

About Author:
I am a professional Penetration tester, Ethical hacker, Software engineer, Malware analyst.
I have decade of experience in malware analysis and Penetration testing.
My expertise in ASM software programming language.
How to contact me.
skype: live:pentestbangla
facebook